সেলাম সাংবাদিকতা
সৌম্যজিৎ চক্রবর্তী: সুপ্রীত কৌরের কথা মনে পড়ে? একজন সাংবাদিক, নিউজ রিডার, অ্যাঙ্কর। বছরকয়েক আগে নিউজ স্টুডিওতে তখন খবর পড়ছেন সুপ্রীত। খবর টেলিকাস্ট চলাকালীন হঠাৎই ব্রেকিং নিউজ আসে। জানা যায়, মহাসমুন্দ এর পিঠারায় রেনো ডাস্টারে করে যাওয়া হর্ষদ কৌর নামে এক আরোহী দুর্ঘটনায় মারা গেছেন। এই হর্ষদই যে সুপ্রীতের স্বামী এটা জেনেও, ভেতরটা চুরমার হয়ে গেলেও, এত বড় শোকের মুহূর্তেও কর্তব্যচ্যূত হননি। সাংবাদিকতার কাজ যে বড় বালাই! আপাত বজ্রকঠিন মুখে স্বামী হর্ষদের সেই মৃত্যুসংবাদ পড়েন সুপ্রীত। এবং কর্তব্যে অবিচল থেকে নিউজ বুলেটিন পুরো পড়া হলে তবেই নিউজরুম ছাড়েন। ভাবছেন পুরনো কাসুন্দি আবার কেন ঘাঁটতে বসলাম? কারণ আছে বৈকি। কয়েক বছর ঘুরে গেলেও ভিনরাজ্যের সুপ্রীত আর হাওড়ার দেবাশিস চক্রবর্তী, রাজু ভূঁইঞারা এক সুতোয় গাঁথা হয়ে থাকেন সাংবাদিকতার জন্য। সেটা পেশাদারিত্বের প্রতি প্রবল সম্মানের সূত্রে। সেটা সাংবাদিকতার প্রতি দুর্বার আকর্ষণের সূত্রে। সেটা সত্যকে সামনে আনার সৎ ইচ্ছার সূত্রে। দেবাশিস, আপনি জানতেন ২০ মে, ২০২০-তে উম্পুনের দিন হাওড়া ব্রিজের ওপর দিয়ে ১০০ কিলোমিটারেরও বেশি প্রতি ঘন্টার গতিবেগে বয়ে চল...