Posts

Showing posts from September, 2020

ফিরে দেখা দেড় দশক

Image
সৌম্যজিৎ চক্রবর্তী: ঠিক ১৫ বছর আগে। ২৫ সেপ্টেম্বর, ২০০৫-এ লেখাটি (সঙ্গের পেপার ক্লিপিং দ্রষ্টব্য) প্রকাশের পরেই আমার সাংবাদিকতার সলতে পাকানো শুরু। আমি তখন দ্বাদশ শ্রেণী। 'বর্তমান' সংবাদপত্রে রবিবারের "হযবরল" পাতায় প্রকাশিত হয় লেখাটি। তার আগে কোনওদিনই লেখালেখির চেষ্টাও করিনি কোনও পত্রপত্রিকায়। এমনকি স্কুল ম্যাগাজিনেও।  স্মৃতি হাতড়াতে গিয়ে মনে পড়ছে, পুজোর মাসখানেক আগে হবে হয়তো, কোনও এক রবিবাসরীয় সকালে 'বর্তমান'-এ বিজ্ঞাপন বেরোয় বিষয়ভিত্তিক লেখার। আমি স্কিপ করে গেলেও মায়ের চোখ এড়ায়নি। আমার খুব একটা লেখার ঝোঁকও ছিল না, বলা ভাল, মায়ের প্রবল ইচ্ছাতেই শেষমেশ লিখে বর্তমানের দপ্তরে পাঠাই। তারপর ভুলেও গিয়েছিলাম সে সম্বন্ধে। হঠাৎই সেবছর (২০০৫)-এর ২৫ সেপ্টেম্বর চোখে পড়ে আরও কয়েকজনের সঙ্গে আমার লেখাটিও প্রকাশিত হয়েছে। নিজের নাম প্রথম ছাপার অক্ষরে দেখার সেই সুখানুভূতি...!  জীবনের মোড় ঘোরে। সাদামাটা রেজাল্টের মধ্যমেধার (নাকি নিম্নমেধার?) ছাত্র সিদ্ধান্ত নিয়ে নেয় সে সাংবাদিকই হবে। সাংবাদিক তো হবো ভাবলাম, কিন্তু কীভাবে?  হয়তো কাকতালীয় ভাবেই সে'বছর স্কুলের বিজ্ঞান প্রদর্শনী...